আসুন সবাই হামাস হই

লিখেছেন লিখেছেন একপশলা বৃষ্টি ০৮ আগস্ট, ২০১৪, ১০:৫৩:১৮ রাত

চারিদিকে উল্লাস, হায়েনার ছড়াছড়ি। রক্ত আর লাশের নেশায় মরনাস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে একঝাঁক খুনি-নেকড়ে। মাঝে বসে বসে মৃত্যুর প্রহর গুনছে কিছু অসহায় মানব সন্তান। যেখানে বেঁচে থাকার অর্থ -জীবন মৃত্যুর মাঝামাঝি দাড়িয়ে থাকা।

হঠাৎ নড়েচড়ে বসল জীবন্ত লাশেরা। হায়েনার পালেও দেখা দিল বেদনার সূর! এবারও লাশের দেখা, তবে হায়েনার লাশ! এদিক-সেদিক দৌড়ে পালাল রক্ত খেকো দানবেরা! বেঁচে থাকার মন্ত্র এতদিনে জানা হল, মানব নামের জীবন্ত লাশগুলির। এরা ফিলিস্তিনি, অবরুদ্ধ ফিলিস্তিনি। যাদের বাঁচতে শিখাচ্ছে, গুটি কতেক প্রতিরোধ যুদ্ধা। যাদের পরিচয়, হামাস নামে।

হামাস কোনো সংগঠন নয়, হামাস এক আদর্শ। এটা কোনো নির্দৃষ্ট ভুখণ্ডে, নির্দৃষ্ট জাতিতে সীমাবদ্ধ নয়। যেখানেই অত্যাচার সেখানেই প্রতিরোধ, সেটাই হামাস!

নাস্তিকদের আস্ফালন, কোরআন-সুন্নাহ নিয়ে ব্যঙ্গ, প্রতিবাদি জনতাব বুকের রক্তে রক্তাক্ত শাপলা আর মামলা- হামলা, গুম-খুনের বধ্যভূমিতে বেঁচে থাকার স্বার্থে আজ প্রতিরোধ অনিবার্য হয়ে দাড়িয়েছে। যেখানে প্রত্যেকেই একেকজন যুদ্ধা, প্রতিরোধ যুদ্ধা। আর প্রতিরোধের অপর নাম হামাস।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254403
১৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৬
একপশলা বৃষ্টি লিখেছেন : মুক্তির প্রেরণা আর স্বাধীন মানুষ্য জীবনের অন্যনাম হামাস।
254404
১৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৬
একপশলা বৃষ্টি লিখেছেন : মুক্তির প্রেরণা আর স্বাধীন মানুষ্য জীবনের অন্যনাম হামাস।
258227
২৫ আগস্ট ২০১৪ রাত ১০:০৮
অয়ন খান লিখেছেন : এখন সময় ফ্যাসাদ ও বিভেদের। মুমিনের একমাত্র অবলম্বন সবর এসময়। তবে যার যতটুক ক্ষমতা তার মধ্যেই অব্যাহত রাখতে হবে প্রতিরোধ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File